horrorbangla24.com

The Forest Witch: বনবুড়ি ও তার প্রাসাদ

বনবুড়ি ও তার প্রাসাদ (The Forest Witch)

একবার স্কুলের ছুটি চলাকালীন, আমরা বন্ধুরা জঙ্গলে পিকনিকে গিয়েছিলাম। হঠাৎ বিকেলে গাঢ় কুয়াশা নেমে এলো। আমরা পথ হারিয়ে ফেললাম। অনেক খুঁজে দেখতে পেলাম একটা ভাঙাচোরা বাড়ি। সাহস করে ঢুকে পড়লাম।
বাড়ির ভেতরে ছিল পোকায় ধরা আসবাবপত্র আর অদ্ভুত সব চিত্র। হঠাৎ একজন বুড়ি এসে বলল, “এখানে কেন এসেছো? চলে যাও!” তার চোখ ছিল লাল আর মুখে বিকট হাসি। আমরা দৌড়ে পালালাম। পরে স্থানীয়রা বলল, ওটা বনবুড়ির বাড়ি। কেউ ঢুকলে আর ফিরে আসে না।

Exit mobile version